ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদ বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদ বন্ধের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদ ও বিদ্যালয়ের জমি দখল বন্ধের দাবি জানিয়েছে নাগরিক সংহতি ও আমার অধিকার ফাউন্ডেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।



রাজধানীর দুটি প্রাথমিক বিদ্যালয় উচ্ছেদের প্রতিবাদে আমার অধিকার ফাউন্ডেশন ও নাগরিক সংহতি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে আমার অধিকার ফাউন্ডেশনের চেয়ারপারসন সিরাজুদ দাহার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. আক্তারুজ্জামান, সাবেক ছাত্র নেতা রুহিন হোসেন প্রিন্স, শিক্ষক নেতা ছিদ্দিকুর রহমান, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, মানবাধিকার কর্মী ভাস্কর রাশা, মনি জামান, কৃষক নেতা জায়েদ ইকবাল, ছাত্র নেতা জিলানী শুভ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হলে প্রতিটি গ্রামে, শহরের মহল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়োজন রয়েছে, কিন্তু করা হচ্ছে তার উল্টোটা।

বক্তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা রাষ্টের দায়িত্ব এবং রাষ্ট্রকেই এ দায়িত্ব পালন করতে হবে।

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয় বন্ধের ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।