ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে শিক্ষক পদে বড় নিয়োগ আসছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
প্রাথমিকে শিক্ষক পদে বড় নিয়োগ আসছে

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। প্রাক-প্রাথমিকের জন্য ১৫ হাজারসহ এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।



অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বাংলানিউজকে বলেন, আগামী এক মাসের মধ্যে অন্তত ১৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ১০ আগস্ট অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দেড় হাজার প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট পদে ৯ হাজার প্রাথমিক শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগের লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের সুপারিশ করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাক-প্রাথমিক ছাড়াও রাজস্বখাত (রেভিনিউ) এবং নতুন সৃষ্ট ৯ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে।

সর্বশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে প্রায় ৭ হাজার শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার নয় মাস পর গত ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৪৭৯ জন।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় দ্বিতীয় পর্যায়ে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলা থেকে শিক্ষক নিয়োগ করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।