ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
ইবির শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব শিক্ষার্থীকে সোমবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী ৮ সেপ্টেম্বর আবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এ সময়ের মধ্যে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।
 
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়।

আহতদের মধ্যে পাঁচ জন রাবার বুলেট বিদ্ধ হয়েছে। এ ছাড়া সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এ ঘটনার জের ধরে ইবিতে সোমবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছিলো ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা।

এজন্য ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সবাইকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সিন্ডিকেটের ওই সূত্র জানিয়েছেন।

জরুরি এ সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাকিম সরকার, উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ সিন্ডিকেড কয়েকজন সদস্য।

** ইবিতে সোমবার থেকে ছাত্রলীগের লাগাতার ধর্মঘট
** ইবিতে বুলেটবিদ্ধসহ ২০ ছাত্রলীগ কর্মী আহত, প্রক্টরিয়াল বডি লাঞ্ছিত

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।