ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় জাবি ছাত্রী বহিষ্কার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
ছাত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় জাবি ছাত্রী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় পরিসংখ্যান বিভাগের এক ছাত্রীকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

অভিযোগ কমিটির তদন্ত প্রতিবেদন বিবেচনা করে ২৩ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৯৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



জানা যায়, পরিসংখ্যান বিভাগের ছাত্রী সুমাইয়া মরিয়ম ইভা রসায়ন বিভাগের ছাত্র প্রফুল্ল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ কমিটির কাছে অশোভন আচরণের অভিযোগ করেন। পরে অভিযোগ কমিটি বিষয়টি তদন্ত করে ২৪ এপ্রিল প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনে বলা হয়, রসায়ন বিভাগের ছাত্র প্রফুল্ল মন্ডলের বিরুদ্ধে পরিসংখ্যান বিভাগের ছাত্রী সুমাইয়া মরিয়ম ইভা আনীত যৌন হয়রানির অভিযোগ অসত্য। অভিযোগ কমিটির কাছে আরো প্রতীয়মান হয় যে, সুমাইয়া মরিয়ম ইভা সুচিন্তিতভাবে প্রফুল্ল মন্ডলকে বিপদে ফেলেছেন এবং প্রতারণার মাধ্যমে প্রফুল্ল মন্ডলের বিরুদ্ধে প্রক্টর অফিস ও অভিযোগ কমিটিকে ব্যবহার করেছেন।

এ পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে সিন্ডিকেট সুমাইয়া মরিয়ম ইভাকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে। প্রফুল্ল মন্ডলের বিরুদ্ধে আনা অশোভন আচরণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে প্রক্টর অফিস প্রকৃত ঘটনা না জানার কারণে প্রফুল্ল মন্ডলকে দোষারোপ করায় তার কাছে সিন্ডিকেট দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।