ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: নির্দেশনা দিতে ও কাজের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে জানতে রোববার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে এ তথ্য জানান।



এ বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলানিউজকে বলেন, বিগত সময়ে শিক্ষাখাতের অগ্রগতি, সম্ভবনা, চ্যালেঞ্জ, সরকারের প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দিন শিক্ষামন্ত্রী, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন।

জানা যায়, প্রধানমন্ত্রী ওই দিন সকাল সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বক্তব্য দেবেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের আগামী দিনের পরিকল্পনা ও আগের পরিকল্পনার কাজের অগ্রগতি বিষয়েও আলোচনা করা হবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ ছাড়াও কর্মকর্তাদের দফতর ধুয়েমুছে নতুন করে সাজানো হচ্ছে।

গত ৫ জানুয়ারি নির্বাচনের জয়ের পর সরকার গঠন করে করে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী। এ পরিদর্শনে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আসছেন প্রধানমন্ত্রী।


বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।