ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে পিজিডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
কুয়েটে পিজিডি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) পরিচালিত ১৮ মাস মেয়াদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম-২০১৪’র ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আইআইসিটির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।



পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তওই কৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মহিউদ্দীন আহমাদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী মো. রকিবুল আলম ও ইসিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তাসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।