ঢাকা: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার হতে প্রাথমিক শিক্ষার অংশ পৃথক করে স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাইমারি এডুকেশন সার্ভিস অ্যাসোসিয়েশন।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা: প্রেক্ষিত একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক সেমিনারে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ প্রাইমারি এডুকেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নবী হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব বগুড়া নন্দীগ্রাম উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, সহ-সভাপতি গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, নির্বাহী সদস্য ইন্দু ভূষণ দেব, সাইদুর রহমান, নবুওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থা পাবলিক সেক্টরের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা। এতে প্রায় ছয় হাজার কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষার ২৯৫টি পদ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভূক্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিসিএস ক্যাডার হতে প্রাথমিক শিক্ষার অংশ পৃথক করে প্রাথমিক শিক্ষায় কর্মরত সকল প্রথম শ্রেণির কর্মকর্তাকে অন্তর্ভূক্ত করে স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠনের দাবি জানানো হয়।
এছাড়াও নিয়োগবিধি যুগোপযোগীকরণ, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং সহকারী ইন্সট্রাক্টর-ইউআরসি’র দ্বিতীয় শ্রেণির পদকে প্রথম শ্রেণিতে উন্নীত করে প্রস্তাবিত প্রাথমিক শিক্ষা ক্যাডারের এন্ট্রি পদ হিসেবে বিবেচনা, কর্মকর্তাদের নিজস্ব জনবল থেকে পদোন্নতি/প্রেষণের মাধ্যমে শূন্য পদ পূরণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য সাত বিভাগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাতটি পরিচালকের পদ সৃজনসহ বিভিন্ন দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪