ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবির ভর্তি আবেদন শুরু

মহিবুল আলম সবুজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৪
শেকৃবির ভর্তি আবেদন শুরু

ঢাকা: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ আবেদন চলবে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।



ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১০টায়।

বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে ভর্তির জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ৩৫০, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট ৭৫ ও এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিনে ৭৫টি আসন রয়েছে। আবেদনের যোগ্যতা

২০১৩ বা ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে।

জিইসি এর ক্ষেত্রে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পাশকৃত পরীক্ষার্থীদের ক্ষেএে ‘ও’লেভেল পরীক্ষায় ৫টি পেপারে ন্যূনতম ‘ই’ গ্রেড এবং ‘এ’ লেভেল পরীক্ষায়  পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়সমূহের প্রত্যেকটিতে ন্যূনতম  ‘ই’ গ্রেড থাকতে হবে।

ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. আনোয়ারুল ইসলাম  জানিয়েছেন, এবারের ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটরসহ সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, এতে নকলের সুযোগ হয়। তাছাড়া এমন কোনো কঠিন প্রশ্ন করা হবে না যাতে ক্যালকুলেটরের প্রয়োজন হয়।

ভর্তিচ্ছুদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.edu.bd)  ভর্তি সর্ম্পকিত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।