ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড ২০১৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ওই বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আয়োজক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর আগে ২১ আগস্ট ৬ষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাসিনা খানের সভাপতিত্বে অলিম্পিয়াড সাংগঠনিক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজক সূত্র জানায়, ষষ্ঠ বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ফরম এবং সিলেবাস অলিম্পিয়াডের ওয়েবসাইট www.biochemolympiad.org এ পাওয়া যাবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে যোগাযোগের জন্য বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪