জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: উচ্চতর পর্যায়ে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের উপস্থিতিতে সমঝোতা চুক্তিতে সই করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং এআইবিএস’র সভাপতি ও আমেরিকার মুনমাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম এম. মাতবর।
এ চুক্তির আওতায় এআইবিএস’র মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি বিষয়ে আমেরিকার এ বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পাবে।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, এআইবিএস’র ঢাকা অফিসের পরিচালক ড. রুমানা তাছমিন, সহকারি পরিচালক সৈয়দা নূর-ই-রায়হান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেম্পেম্বর ০৪, ২০১৪