ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের অধীন স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘গ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


 
এবার ‘গ’ ইউনিটে ১১৭০ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৯ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে প্রায় ৫০ জন করে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বাইরের ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ঢল নামে বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এবং নির্ধারিত কেন্দ্রগুলোর সামনে।

ঢাবির কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, কার্জন হল এলাকা, টিএসসিসহ ক্যাম্পাসের বাইরের প্রতিটি কেন্দ্রের সামনেই অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়।

শুক্রবার সকাল থেকেই রাজধানী এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা আসতে শুরু করেন। তবে সকাল ৬টা থেকেই ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ করা যায়। নির্ধারিত আসন খুঁজে পেতে যাতে সমস্যা না হয়, তাই আগেভাগেই আসেন তারা।
 
অপরদিকে, সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়। বিভিন্নভাবে পরীক্ষার্থীদের তল্লাশি করে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করান গেটে কর্মরত পুলিশ সদস্য এবং কর্মচারীরা।

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাভিত্তিক সংগঠনগুলোর তৎপরতাও লক্ষ করা গেছে। তারা তাদের এলাকার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আসন খুঁজে পেতে এবং করণীয় সম্পর্কে জানায়।

এদিকে, হঠাৎ করে এত মানুষের সমাগমে বিশ্ববিদ্যালয় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবককে পায়ে হেঁটেই আসতে দেখা যায়।

উত্তরা থেকে ভর্তি পরীক্ষার্থী ছেলের সঙ্গে আসেন মোখলেছুর রহমান নামে এক অভিভাবক। ভোর ৫টায় বাসা থেকে বের হলেও পরীক্ষার কেন্দ্রের সামনে আসতে আসতে ৯টা বেজে যায় তাদের।

বাংলানিউজকে তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই যাতে পৌঁছাতে পারি, সেজন্য খুব ভোরেই বাসা থেকে বের হয়েছি। কিন্তু সারাপথ ভালোভাবে আসলেও কারওয়ান বাজারের পর থেকেই তীব্র যানজটে পড়ে যাই। উপায় না দেখে তখন পায়ে হেঁটেই রওয়ানা দেই।

পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাবি প্রক্টর এ.এম. আমজাদ বাংলানিউজকে বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাস ও নির্ধারিত কেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি, কোনো গোলযোগ হবে না।

** ঢাবিতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে
** ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।