ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
ঝিনাইদহে আইএইচটি শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

দ্বিতীয় শ্রেণীর মর্যাদাসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।



দুপুরে আইএইচটি থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করে।
 
আধাঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- শিক্ষার্থী নুরুল আক্তার সবুজ, সুষমা বিশ্বাস, মুজাহিদুল ইসলাম রাজু প্রমুখ।
 
বক্তারা অবিলম্বে তাদের ১০ দফা দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।