ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
ইবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ইবি: যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।



বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল হাকিম সরকার ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান।

একইসঙ্গে প্রতিটি আবাসিক হলের প্রভোস্ট নিজ নিজ হলে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন।

পরে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলাচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার এবং দোয়া মোনাজান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব ড স ম সোয়াইব আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

** ২২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।