ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ন্যূনতম নম্বর পেলেই জবিতে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
ন্যূনতম নম্বর পেলেই জবিতে ভর্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর পেলেই প্রতিবন্ধী শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।

বুধবার (০২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।



‘প্রতিবন্ধীরা সমাজের দায় নয়, সম্পদ’ শীর্ষক অনুষ্ঠানের  প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

তিনি বলেন, সমাজে প্রতিবন্ধীদের আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে। বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে।

ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর পেলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

‘বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন কমিটি-২০১৪’-এর আহ্বায়ক এবং ছাত্র-কল্যাণ পরিচালক নাসির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জামাল খান, জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ, জবি ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এর আগে  উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে জবি ইংরেজি বিভাগে অধ্যায়নরত প্রতিবন্ধী ছাত্র মো. মোখলেছুর রহমান রচিত একটি বই উপাচার্যকে উপহার দেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।