গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সংগঠন বন্ধন দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেছে।
‘রক্ত দেই জীবন বাঁচাই’ স্লোগানকে ধারণ করে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তারা।
দিবসটি পালন উপলক্ষে সামাজিক সংগঠন বন্ধন-এর মাধ্যমে স্বল্প মূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়। এ সময় সাধারণ দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
এবার অনেক বেশি সাড়া পাওয়া গেছে জানিয়ে বন্ধন’র সদস্য জাকির হোসেন মানিক বাংলানিউজকে বলেন, সামনের দিনেও কার্যক্রম অব্যহত থাকবে।
এই কর্মসূচিতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের একটা ইউনিট কাজ করেছে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪