ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

কুবির ‘এ’ ইউনিটের ফলাফলে ৪০ শতাংশ পাস

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
কুবির ‘এ’ ইউনিটের ফলাফলে ৪০ শতাংশ পাস

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪০ শতাংশ পাস নম্বর পেয়েছে বলে জানা যায়।



শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মেধাক্রম অনুযায়ী প্রথম ৬ শ’ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৫০ আসনের বিপরীতে ২০ হাজার ৪ শ’ ৫ জন শিক্ষার্থী আবেদন করে। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে ৫৯ শতাংশ অংশগ্রহণ করে।

এদিকে, ‘বি’ ও ‘সি’ ইউটিনের ভর্তি পরীক্ষার ফলাফল অতি দ্রুত প্রকাশ করা হবে বলে জানা যায়। আর ‘এ’ ইউনিটের ফলাফল ও ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd এর মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।