খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভর্তি কার্যক্রমের প্রথম দিন প্রধান মেধা তালিকার ১ম থেকে ৫০০তম পর্যন্ত প্রার্থীর সনদপত্র যাচাই ও জমা রাখা, স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাংকে প্রয়োজনীয় ফিস জমা দেওয়া সাপেক্ষে ভর্তি করা হচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) ৫০১তম হতে ৮১০তম এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদপত্র যাচাই ও জমা রাখা, স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যাংকে প্রয়োজনীয় ফিস জমা দেওয়া সাপেক্ষে ভর্তি করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৫টায় অপেক্ষমান তালিকা থেকে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তিযোগ্য প্রার্থীদের ১ম তালিকা (বিভাগ বরাদ্দসহ) প্রকাশ করা হবে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪