ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

মিরসরাইয়ে শান্তিনীড় মেধাবৃত্তি অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
মিরসরাইয়ে শান্তিনীড় মেধাবৃত্তি অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয় উপজেলায় স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তি নীড় শিক্ষোন্নয়ন বৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট কিন্ডার গার্টেন ও মিরসরাই মারূফ স্কুল কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।



শান্তি নীড় সভাপতি আশরাফ উদ্দিন জানান, ১৫২ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির মোট ১৫০৩ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ নিয়েছে।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বারইয়ারহাট পৌর মেয়র মোহাম্মদ তাহের, র‌্যাব-৯ এর সহকারী পরিচালক মাঈন উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার জসীম উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইদ মাহমুদ, মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, অধ্যাপক সুনীল চন্দ্র নাথ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, শান্তি নীড়ের উপদেষ্টা মীর্জা জসিম উদ্দিন, আবুল খায়ের সেলিম, সুভাষ সরকার, মারূফ স্কুলের অধ্যক্ষ নাজিম উদ্দিন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, কিন্ডার গার্টেনের অধ্যক্ষ সাইফুল ইসলাম মিন্টু, কাউন্সিলর মো. মুছা, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক ও শান্তি নীড়ের কর্মকর্তারা।

২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি শান্তি নীড় শিক্ষোন্নয়ন বৃত্তি কার্যক্রম সম্পন্ন করে আসছে। |

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।