ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক প্রথম বর্ষের মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম সোমবার (২২ ডিসেম্বর) শেষ হয়েছে।
এখন অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার মধ্যে নিজে উপস্থিত হয়ে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে।
একই দিন অপেক্ষমান তালিকা হতে মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর।
অপেক্ষমান তালিকায় মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের বুধবার (২৪ ডিসেম্বর) ভর্তি করানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অপেক্ষমান তালিকা থেকে কতজন শিক্ষার্থী ভর্তি করা হবে তা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, মূল মেধা তালিকার ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয়েছেন ২৮৩ জন। বাকি ২১৭টা আসন অপেক্ষমান তালিকা থেকে পূরণ করা হবে।
এ বছর স্নাতক প্রথম বর্ষে ৩টি অনুষদে ৫০০ আসনের বিপরীতে আবেদন জমা পরে প্রায় ২২ হাজার।
প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় নিয়ে ২১ হাজার আটাশ জন শিক্ষার্থী গত ১৪ নভেম্বর ভর্তি পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪