ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পুর্নবহালের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পুর্নবহালের দাবি ছবি: রেহানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ পুর্নবহাল ও ১৬ শিক্ষার্থীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর শাখা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বক্তারা বলেন,  বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং অন্যায়। এ সিদ্ধান্তকে ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। কেননা, বিশ্বের অন্যান্য দেশগুলোতে উচ্চাশিক্ষা গ্রহণে কোনো বয়সসীমা নেই।  

তারা বলেন, শিক্ষামন্ত্রীর এ সিদ্ধান্ত কোচিং বাণিজ্য বন্ধ করবে না, বরং আরো উৎসাহিত করবে। কেননা, আগে ৩ মাসের জন্য ভর্তি কোচিং করানো হতো। এখন যদি সরকার  দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ না দেয় তাহলে শিক্ষার্থীদের ভেতরে ভয় কাজ করবে আর সেটাকে পুঁজি করেই কোচিং ব্যবসায়ীরা সেটার মেয়াদ আরো বাড়াতে পারেন বলেও তারা মন্তব্য করেন।
 
আন্দোলনরত ১৬ শিক্ষার্থীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করেছেন।   তাই অতি সত্ত্বর তাদের মুক্তি দিন।
 
মানবন্ধনে ছাত্র ইউনিয়ন নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি গ্রেফতারকৃতদের  অতি দ্রুত মুক্তি না দেওয়া হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরীর সভাপতি বিধান বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত, সহ সাধারণ সম্পাদক রাকিবউজ্জামান সুজন, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি লিটন নন্দি প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।