ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

পাবিপ্রবিতে ৫ দিনব্যাপী প্রযুক্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট‍ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
পাবিপ্রবিতে ৫ দিনব্যাপী প্রযুক্তি মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘ইন্টার আইটি ফেয়ার-২০১৪’ নামে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।



পাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যাবস্থাপক কবি সোহানী হোসেন ও সিএসই বিভাগের চেয়ারম্যান কিসলু নোমান বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান তার বক্তব্যে বলেন, গত ৫ বছরে দেশে তথ্য-প্রযুক্তি খাতে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের বিশ্বাস টেকনোলজি মানুষের হাতে পৌঁছে দিতে পারলে দেশ সহসাই বদলে যাবে। এসব শেখ হাসিনার অবদান বলে তিনি উল্লেখ করেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।