ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সরকারের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীরাই ভূমিকা রাখবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
সরকারের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীরাই ভূমিকা রাখবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সরকারের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীরাই ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, বর্তমানে সরকারের অধীনে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ শিক্ষা খাতসহ সব ক্ষেত্রে সাফল্য অর্জন করবে।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস ছাত্তার, মন্ত্রীর একান্ত সচিব হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, ইউএনও তাহমিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন। এর আগে দুপুর ৩টায় মন্ত্রী সড়ক পথে ঈশ্বরগঞ্জে প্রবেশ করেন। এরপর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।