ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকৃত বিকেন্দ্রীকরণসহ ২১ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা হয়।
লিখিত বক্তব্যে ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ এমপিওভূক্তি, শিক্ষায় ন্যায়পাল প্রতিষ্ঠা, শিক্ষা আইন চালু, শিক্ষাক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থার যুগোপযোগী সংস্কারসহ ২১ দাবি তুলে ধরেন।
দাবি বাস্তবায়নে ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি, ৮ জানুয়ারি ফ্রন্টের জেলা কমিটি জেলা সদরে সংবাদ সম্মেলনসহ সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ করবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ১৬ মার্চের মধ্যে সরকার এসব দাবি না মানলে ১৯ মার্চ ঢাকায় প্রতিনিধি সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবন মান উন্নয়নকেও সম্পৃক্ত করতে হবে। তা না হলে শিক্ষকরা পাঠদানে অগ্রণী ভূমিকা রাখতে পারবেন না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, মহাসচিব এস এম এ জলিল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হকসহ আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪