ঢাকা: প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় সারাদেশের মধ্যে আবারও ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুল দ্বিতীয় স্থান অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষিত হবে।
এ বিষয়ে ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, ২০১৪ সালের প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় ১ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এ স্কুল শতভাগ পাস করেছে।
জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী।
তিনি আরো জানান, ২০১৩ সালেও শতভাগ শিক্ষার্থী পাস করে বিদ্যালয়টি সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। পরীক্ষায় ১১৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল; যার মধ্যে সবাই পাস করেছিল। আর জিপিএ-৫ পেয়েছিল ১১৩০ জন। ২০০১ সালে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠানটি প্রাথমিক সমাপনীতে সারাদেশে ২০০৯ সালে চতুর্থ, ২০১০ সালে অষ্টম, ২০১১ সালে ষষ্ঠ এবং ২০১২ সালে দ্বিতীয় স্থান অর্জন করে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪