ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সেমিনার ৩ জানুয়ারি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
গণ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সেমিনার ৩ জানুয়ারি

গণ বিশ্ববিদ্যালয়: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘ক্যারিয়ার হিসেবে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং গণ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের নতুন কমিটির যাত্রা’ শীর্ষক সেমিনার।

সিএসই বিভাগ ও গণ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের (গবিওএসএন) যৌথ আয়োজনে ক্যাম্পাসের একাডেমিক ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।



গণ বিশ্ববিদ্যালয় ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ওই দিন একটি উন্মুক্ত সেমিনারেরও আয়োজন করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি নিয়ে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। থাকবে উন্মুক্ত প্রশ্নোত্তর সেশনও।

ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/329935133865930
২০১২ থেকে ইমতিয়াজ আহমেদ খান সভাপতি ও আছিব চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসাবে সংগঠনের দায়িত্ব পালন  করে আসছেন। গণ বিশ্ববিদ্যালয়ে এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২ আগস্ট ২০১২।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।