ঢাকা: ইবতেদায়ী শিক্ষা সমাপণী পরীক্ষায় শীর্ষ স্থানে রয়েছে চট্টগ্রাম ডবল মুরিং উপজেলার বায়তুশ শরক আদর্শ কামিল মাদ্রাসা।
মঙ্গলবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
ইবতেদায়ীতে শীর্ষ ১০টি মাদ্রার মধ্যে আরও রয়েছে- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা, ঢাকা ডেমরার দারন্নাজাত সিদ্দিকীয়া সামিল মাদ্রাসা, মিরপুর বাউনিয়াবাদ ইসলামীয়া আলিম মাদ্রাসা, ঢাকা লালবাগের হা আব্দুর রাজ্জাক জামিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, কক্সবাজার সদরের কক্সবাজার মহিলা আদর্শ কামিল মাদ্রাসা, টঙ্গির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা ক্যান্টনমেন্টের তানজিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা, চট্টগ্রাম চাঁন্দগাওয়ের আল হোমায়রা মহিলা মাদ্রাসা, বগুড়ারর শাহজাহানপুরের বার আঞ্জুল দারুল আমান বালক দাখিল মাদ্রাসা।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪।