ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিএসসি-জেএসসি: রেসিডেন্সিয়ালে শতভাগ পাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
পিএসসি-জেএসসি: রেসিডেন্সিয়ালে শতভাগ পাশ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

প্রতিষ্ঠানটিতে এবার জেএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজি মাধ্যম মিলে মোট ৩৯৫ জন শিক্ষার্থী পাস করেছে।

এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫১ জন শিক্ষার্থী।

পিএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজি মাধ্যম মিলে মোট পাস করেছে ৩০৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০২ জন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেএসসি ও পিএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী বাংলানিউজকে জানান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ও একাধিক মডেল টেস্ট গ্রহণ এবং শিক্ষক-অভিভাবকদের ঐকান্তিক চেষ্টার ফলেই এ ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।