ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার ১২ বিদ্যালয়ে শতভাগ পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
ব্রাহ্মণবাড়িয়ার ১২ বিদ্যালয়ে শতভাগ পাস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার ১২টি বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে কসবা উপজেলার পাঁচটি বিদ্যালয় রয়েছে।



শতভাগ পাস করা বিদ্যালয়ের মধ্যে রয়েছে- ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, উইজডম স্কুল, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল, বাঞ্চারামপুর উপজেলার হল্লা উচ্চ বিদ্যালয়, বাহেরচর উচ্চ বিদ্যালয়, পূর্বহাটি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, কসবা উপজেলার চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা বালক উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, খাড়েরা উচ্চ বিদ্যালয় এবং সরাইল উপজেলার সৈয়দা হোসেনা আফজাল বালিকা বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।