ঢাকা: হরতালের হলেও সারাদেশে ১লা জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) হরতালের ডাক দেয় জামায়াত।
শিক্ষামন্ত্রী বাংলানিউজকে বলেন, ১ জানুয়ারি দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদরাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব করে বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি নতুন বই তুলে দেবে সরকার।
এর মধ্যে প্রাথমিকে ২ কোটি ২৯ লাখ শিক্ষার্থীর মাঝে ১১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৫৬৩টি বই এবং প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ৩৩ লাখ ৫৬ হাজার আমার বই ও অনুশীলন খাতা সরবরাহ করা হবে।
মন্ত্রী বলেন, বছরের শুরুর দিনে শিক্ষার্থীদের এ আনন্দ কাউকে নস্যাৎ করতে দেওয়া হবে না।
শিক্ষামন্ত্রী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে উৎসব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিন দুই সমাপনী পরীক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী উৎসবে প্রধান অতিথি থাকবেন, আর সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪