জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রিকশা চালক, চা, বাদাম বিক্রেতা এবং ক্যাম্পাসের আশপাশের এলাকার শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে ‘শীতার্তদের পাশে আমরা জাহাঙ্গীরনগরবাসী’ ব্যানারে প্রায় ৫০টি কম্বল বিরতণ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে এ কম্বল বিতরণ করেছেন। অর্থের বড় অংশ উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের।
জাবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী নমিতা দাস বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আমাদের ৫০টি কম্বল দিয়েছিলেন। সেগুলো আজ (বুধবার) আমরা ক্যাম্পাসের গরীব শিশুদের মাঝে বিতরণ করলাম।
তিনি বলেন, আমরা প্রায় সাড়ে ২১ হাজার টাকা সংগ্রহ করেছি। এ টাকা দিয়ে উত্তরবঙ্গের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
শীতে কষ্ট পাওয়া মানুষদের সাহায্য এবং মানুষের মধ্যে দানের মানসিকতা তৈরিই কার্যক্রমের উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪