সাভার (ঢাকা): দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (১০ জানুয়ারি) উদযাপিত হলো সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী।
১৯১৩ সালের এদিনে তৎকালীন বাবু রাখাল চন্দ্র তার বাবা অধর চন্দ্রের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি বিশাল ৠালি অনুষ্ঠিত হয়। ৠালিটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আয়োজন করা হয় আলোচনা সভা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন পিটার গোমেজের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ইসহাক আলী, সিনিয়র শিক্ষক তফিজ উদ্দিন, সহকারী শিক্ষক ইউসূফ হারুন, সহকারী শিক্ষিকা সোহানী মৌসুমী, কামরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫