ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রায় দুই মাস পর খুলছে শাবিপ্রবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
প্রায় দুই মাস পর খুলছে শাবিপ্রবি

সিলেট: প্রায় দুই মাস পর ১৮ জানুয়ারি (রোববার) খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়।



বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আমিনুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বৈঠক সূত্র জানায়,  ১৮ জানুয়ারি ক্যাম্পাস খুলে দেওয়া হবে। ওইদিন ছাত্ররা ক্যাম্পাসে অবস্থান করতে পারবে। ছাত্রীরা ক্যাম্পাসে অবস্থান করতে পারবে এর একদিন আগে (১৭ জানুয়ারি)।

তবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির উপর অনির্দিষ্টকাল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
২০১৪ সালের ২০ নভেম্বর (বৃহস্পতিবার) আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি পার্থ গ্রুপের সুমন নামের এক কর্মী মারা যান।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত ২৫ জন আহত হন। উদ্ভূত পরিস্থিতি সমাধানে সিন্ডিকেটের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য শাবিপ্রবি বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।