দিনাজপুর: টানা ৪৪ বন্ধ থাকার পর রোববার (১১ জানুয়ারি) থেকে খুলছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। ক্লাস-পরীক্ষা শুরু হবে সোমবার।
শনিবার হাবিপ্রবির জনসংযোগ বিভাগের কর্মকর্তা মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার বিশ্ববিদ্যালয়ে ৪টি হল খুলে দেওয়া হবে।
গত নভেম্বরে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায়সহ ছাত্রলীগের ৩ জনকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে নির্দিষ্ট সময়ের আগেই গত ২৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫