ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৫ অধ্যাপকের স্বর্ণপদক লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ঢাবির ৫ অধ্যাপকের স্বর্ণপদক লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়: নিজ নিজ ক্ষেত্রে গবেষণায় অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের পাঁচজন অধ্যাপক ‘জাস্টিস ইব্রাহিম মেমোরিয়াল স্বর্ণপদক’ লাভ করেছেন।

দু’টি গ্রুপে ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে অবদান রাখা অধ্যাপকদের এ পদক দেওয়া হয়।

সোমবার (১২ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতর সুত্র এ তথ্য জানিয়েছে।

গ্রুপ ‘এ’ বিভাগের স্বর্ণপদকপ্রাপ্ত দুই অধ্যাপক হলেন কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান (২০০৮-২০০৯) এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন (২০১২-২০১৩)।

গ্রুপ ‘বি’ বিভাগের স্বর্ণপদকপ্রাপ্ত অধ্যাপকরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. নীলুফার নাহার (২০০৯-২০১০), তাত্ত্বিকপদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞা (২০১১-২০১২) ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ শামীমুল আলম (২০১৩-২০১৪)।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।