ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

শিক্ষা

উদ্ভাবনী শক্তিই কৃষিকে এগিয়ে নিতে পারে

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জানুয়ারি ১২, ২০১৫
উদ্ভাবনী শক্তিই কৃষিকে এগিয়ে নিতে পারে

শেকৃবি: বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মেধা, মনন ও উদ্ভাবনী শক্তিই পারে কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে।

এজন্য কৃষি শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে শেকৃবি কেন্দ্রীয় মিলনায়তনে এক নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শাদাত উল্লা এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ড.পরিমল কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. শহীদুর রশীদ ভূঁইয়া, প্রক্টর প্রফেসর মোফাজ্জল হেসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।