ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বাকৃবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন কর‍া হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



মঙ্গলবার পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবরকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির অন্যান্যরা হলেন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহীর উদ্দিন ও ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল খালেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের ক্লাস-পরীক্ষায় বর্জন বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. ইদ্রিস মিয়া বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে অনুষদে জরুরি সভা আহ্বান করা হয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার ছাত্রলীগের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।