ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: কালজয়ী সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সমাধি ভিটা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।



আগামী ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বালিয়াকান্দিতে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মূলত এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের সভাপতি মেজবাহ-উল-করিম রিন্টু, জেলা রবীন্দ্র সঙ্গীত পরিষদের সাবেক সভাপতি রথীন্দ্র নাথ দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সুমন বিশ্বাস, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ আহমেদ, জেলা উদীচীর সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, লেখক খালেদ সালাউদ্দিন জগলু, সাংবাদিক চন্দন শীল, আবৃত্তি পরিষদের মেরুনা বানু মুন, সঙ্গীত শিক্ষক আব্দুল জব্বার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।