ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কৃষি শিক্ষার মান নিশ্চিতকরণে বাকৃবিতে সেমিনার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জানুয়ারি ১৫, ২০১৫
কৃষি শিক্ষার মান নিশ্চিতকরণে বাকৃবিতে সেমিনার

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে (বাকৃবি) বিশ্বের দরবারে মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে  ‘বাংলাদেশে উচ্চতর কৃষি শিক্ষার মান নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।



সেমিনারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো.আবু হাদী নূর আলী খানের সঞ্চালনায় ও অধ্যাপক ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড.মো. মেসবাউদ্দিন আহমেদ।

এতে বক্তব্য রাখেন- অধ্যাপক ড.এমএ সামাদ, অধ্যাপক ড.মো. মঞ্জুরুল আলম, অধ্যাপক ড.এম.এ রহিম, অধ্যাপক ড.শহীদুর রহমান খান, অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন, অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস প্রমুখ। এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড.মো. আবুল কাশেম।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।