ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
শাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকর্মী গ্রেফতার ছবি: প্রতীকী

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দৈপায়ন দত্ত রুপম (২৫) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে তাকে গ্রেফতার করা হয়।



জানা যায়, গ্রেফতার হওয়া রুপম শাবির নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সোনাই গ্রামে। তার বাবার নাম বিমল দত্ত।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ২০ নভেম্বর হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতিতে সিন্ডেকেটের বৈঠকে ওইদিন বিকেলে শাবিপ্রবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়।

দীর্ঘ প্রায় দুই মাস পর রোববার (১৮ জানুয়ারি) থেকে ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে। তবে গত ১০ জানুয়ারি সিন্ডিকেটের ১৯০তম সভায় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ, স্লোগান, পোস্টারিং নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।