ঢাকা: ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি) বাংলাদেশি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ও আইটি পেশাদারদের জন্য জাপান টি-করপোরেশনের মাধ্যমে সরাসরি ভিডিও কনফারেন্সে লিখিত পরীক্ষা নিয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা অনুষ্ঠিত হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ওয়েব ক্যাম ও মনিটরিংয়ে। জাপানি ওই কোম্পানির সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এতে যারা ভালো ফলাফল করবে এমন ১০ জনকে জাপানের বড় বড় আইটি কোম্পানিতে চাকরির সুযোগ দেওয়া হবে।
এ জন্য পরীক্ষার্থীদের খাতা স্কেন করে সেখানে পাঠানো হয়েছে। ফলাফল আগামী কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে। এরপর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫