ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
খুলনায় বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।



গত বছর খুলনা নগরীর ৪৫ টি বিদ্যালয়ের প্রায় ৬ হাজার শিক্ষার্থী বই পড়া কর্মসূচিতে অংশ নেয়। এর মধ্যে মূল্যায়ন পর্বে কৃতিত্বের পরিচয় দেওয়া ৩ হাজার ২৪২ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, আবদুন নূর তুষার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদশে সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।