ঢাকা, মঙ্গলবার, ৫ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এনএসইউ ‘চ্যাম্পিয়ন অব আর্থ’র ফাইনাল শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
এনএসইউ ‘চ্যাম্পিয়ন অব আর্থ’র ফাইনাল শনিবার

ঢাকা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ‘চ্যাম্পিয়ন অব আর্থ’ প্রতিযোগিতার চ‍ূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে আটটি দল।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি ও নতুন কর্মকৌশল বের করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।

আর্থ ক্লাবের প্রচার সম্পাদক তামান্না আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তামান্না আহমেদ বাংলানিউজকে বলেন, সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তিনজন করে দুইশ’ ৯৭টি দলে ছয়শ’র বেশি প্রতিযোগী অংশ নেয়।

পরিবেশ রক্ষায় সমস্যার সমাধান খুঁজে বের করে নতুন ধারণা উপস্থাপন করে আটটি দল চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।

চূড়ান্ত পর্বে আটটি দলের ২৪ জন প্রতিযোগী পরিবেশগত সমস্যা সমাধানে তাদের কৌশলপত্র উপস্থাপন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বেনজীর আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন ইউ সরকার, বিশ্ববিদ্যালয়ের ক্লাব সমন্বয়ক ড. মো. এমদাদুল হক, ওয়াটার এইডের প্রোগ্রাম পরিচালক হাসিন জাহান ও অনুষদ উপদেষ্টা মো. জাকারিয়া।

আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়াটার এইডের সহায়তায় ‘চ্যাম্পিয়ন অব আর্থ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক। কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে গুগুল বিসনেস গ্রুপ।

এর আগে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সারা দেশ থেকে ‘চ্যাম্পিয়ন অব আর্থ’ প্রতিযোগিতার জন্য পরিবেশ নিয়ে সমস্যা সমাধানে কৌশলপত্র জমা দিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।