ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

বরিশালে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বরিশালে শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় পেস্কেলে অন্তর্ভ‍ুক্তি ও শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।

বুধবার বেলা ১১টায় নগরীর বরিশাল বিভাগীয় কমিটির আয়োজনে অশ্বিনীকুমার টাউন হল প্রাঙ্গণে এ সমাবেশ শুরু হয়।



সংগঠনের বরিশাল বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে রক্তব্য রাখেন, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল হক, কেন্দ্রীয় শিক্ষক ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম, শিক্ষক নেতা গৌরাঙ্গ চন্দ্র কুন্ড, হারুনুর রশীদ প্রমুখ।

দাবি বাস্তবায়ন না হলে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বক্তারা বলেন, প্রয়োজনে রাজপথে নেমে কঠোর আন্দোলন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।