ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ময়মনসিংহে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ময়মনসিংহে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ঐতিহ্যবাহী মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু ও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের রেক্টর অধ্যক্ষ আমীর আহমেদ চৌধুরী রতন।

এছাড়াও আলোচক হিসেবে শহরের রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল আলম হামিদী, নতুন বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।