ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

যবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
যবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন স্থগিত

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন-২০১৫ স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণবশতঃ রাষ্ট্রপতি ও যবিপ্রবি চ্যান্সেলর আবদুল হামিদের সামরিক সচিবের নির্দেশনা মোতাবেক সমাবর্তন স্থগিত করা হয়েছে।



যবিপ্রবির সহকারী পরিচালক (জনসংযোগ) হায়াতুজ্জামান মুকুল বিষয়টি নিশ্চিত করে জানান,  সমাবর্তনের তারিখ পুনরায় নির্ধারণ করে পরে জানানো হবে।

এর আগে, ১৬ জানুয়ারি প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার জানিয়েছিলেন, যবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন-২০১৫ আগামী নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও যবিপ্রবি চ্যান্সেলর আবদুল হামিদ উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।        
           
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।