ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কারিগরি শিক্ষা বোর্ডের ১-৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, জানুয়ারি ৩১, ২০১৫
কারিগরি শিক্ষা বোর্ডের ১-৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ২ বছর মেয়াদী সার্টিফিকেট ইনে মেরিন ট্রেড শিক্ষা ক্রমের ১ ও ৩ ফেব্রুয়ারি এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ১, ২ ও ৩ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার(৩১ জানুয়ারি’২০১৫) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. রফিকুল ইসলাম মীরের সই করা অফিস আদেশে এসব পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।



অনিবার্যকারণ দেখিয়ে স্থগিতকৃত এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। পাশাপাশি আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি এরইমধ্যে ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।