ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বাকৃবিতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

বাকৃবি(ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে দক্ষতা বৃদ্ধির উদ্দেশে চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।


দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২০ জন কর্মকর্তাকে বুনিয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।

জিটিআই’র পরিচালক প্রফেসর ড. মাসুমা হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. হারুন-অর রশিদ, কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন, জিটিআইয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাজী দিনেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোট ২০ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।