ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বেরোবির ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জানুয়ারি ৩১, ২০১৫
বেরোবির ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি পরীক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট ও ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শনিবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন  হয়।

এরপর সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক উৎপল কুমার মোহন্ত, যুগেশ ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক মনোয়ার হোসেন, আসাদুজ্জামান শুভ, বাবুল হোসেন, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সিরাজাম মুনিরা, ভর্তিচ্ছু শিক্ষার্থী রাসেল, আকিব মিলন, উদীচী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কুমার সুমন, আদিবাসী ছাত্র পরিষদ বেরোবি শাখার সভাপতি পরিমল মাহাতো প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন বেরোবি ছাত্র ইউনিয়নের সদস্য সচিব আহমেদ নাসির।

বক্তারা শিক্ষকদের দলাদলি ভুলে অবিলম্বে ভর্তি পরীক্ষার তাখির ঘোষণার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।