ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
৪ ফেব্রুয়ারি জুবায়ের হত্যা মামলার রায় ঘোষণার দিনকে সামনে রেখে সংগঠনটির পক্ষ থেকে আবারও হত্যাকারীদের সর্বোচ্চ দাবির আহবান জানানো হলো।
বিবৃতিতে দলটির নেতারা বলেন, ২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগের গ্রুপিং রাজনীতির শিকার হয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতরভাবে আহত হন জুবায়ের।
পরদিন ৯ জানুয়ারি ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জুবায়ের মারা যান।
জুবায়ের হত্যার বিচার দাবিতে ও ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তৈরি হয় সন্ত্রাসবিরোধী প্লাটফর্ম ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। এ প্লাটফর্ম থেকেও বরাবরই জুবায়ের হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫