রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার।
নবাগত শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হবে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সোমবার সকালে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক ও হল প্রাধ্যক্ষবৃন্দের সঙ্গে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যায়ের সব বিভাগে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপাচার্য সব বর্ষের ক্লাস ও পরীক্ষাসহ সামগ্রিক শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার প্রতিও গুরুত্বারোপ করেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বক্তব্য রাখেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫